জানি দেখা হবে না
সুলতানা ইয়াসমিন
জানি দেখা হবে না, কথা হবে না।
দু’জনেই দু’জনকে বলেছি,
‘আমাদের কখনই দেখা হবে না’।
তবুও এলাম দেখতে এলাম
তোমার বকুল তলায়!
তুমি এখানেই আছো
হয়তো পুকুর পাড়ে, নয় তো
করিডোরে, হতে পারে
গ্যালারির ভেতরে!
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
অমর ভাষা দিবস
শীলা ঘটক
১৯৪৮, ১১ই মার্চ
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে
পূর্ব পাকিস্তানে ধর্মঘট ডেকেছিল।
উর্দু নয়-বাংলা হবে রাষ্ট্রভাষা।
১৯৪৮, ২১শে মার্চ
জিন্নাহ উ"চকণ্ঠে ঘোষণা করলেন,
বাংলা নয়-উর্দুই হবে রাষ্ট্রভাষা।
বাংলার মাটিতে জ্বলে উঠলো বিদ্রোহের আগুন।
১৯৫২, ২১শে ফেব্রুয়ারি
রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি সেদিন হরতাল ডেকেছিল।
মিটিং-মিছিল বন্ধ করতে সরকার ১৪৪ ধারা জারি করলো।
১৪৪ ধারা জারি করে আন্দোলন বন্ধ করা যায় না, যাবে না।
১৪৪ ধারা জারি করে বিদ্রোহের আগুন নেভানো যায় না, যাবে না।
হালিমা, প্রতিভা, সফিয়ারা পুলিশের ব্যারিকেড পরোয়া না করে এগিয়ে গেলো।
ঢাকার মেডিক্যাল কলেজের ছাত্রাবাস থেকে দলে দলে ছাত্রদের প্রতিবাদ
এগিয়ে চলো-১৪৪ মানছি না মানবো না,
উর্দু নয়-বাংলা হবে রাষ্ট্রভাষা।
কাঁদানে গ্যাস-চারদিক অন্ধকার, চোখে কী ভীষণ জ্বালা!
পুলিশের বন্দুকের নল থেকে বেরিয়ে এলো গুলি...
ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের ১২নং শেডের বারান্দায়
লুটিয়ে পড়লো মুর্শিদাবাদের ছেলে বরকত!
রক্তস্রোতের ধারা বয়ে চলল বারান্দা বেয়ে
ম"ত্যুর কোলে ঢলে পড়লো বরকত।
উর্দু নয়-বাংলা হবে রাষ্ট্রভাষা।
গুলিতে ঝাঁঝরা হয়ে গেলো হুগলীর কোন্নগরের ছেলে সফিউর!
উর্দু নয়-বাংলা হবে রাষ্ট্রভাষা।
রফিক, সালাম, জব্বার-একে একে গুলিবিদ্ধ!
ঢাকার মাটির রঙ হোল লাল।
সন্তানহারা মায়ের, ভাইহারা বোনের বুকফাটা কান্না...